বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টেকনাফ দিয়ে সাগরপথে পাচারকালে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত ৩ নারীর লাশ এবং ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, জীবিত উদ্ধার ব্যক্তিরা লবণাক্ত পানি খাওয়ায় অসুস্থ হয়ে পড়েছে। তাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদের মধ্যে ৪ জন বাংলাদেশীও রয়েছে। তারা দালাল চক্রের সদস্য নাকি মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিল তা যাচাই বাছাই
করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার দুপুর ১ টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালীস্থ
সাগর উপকূল থেকে ভেসে আসা ৩জন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। জেলেদের দেয়া তথ্য মতে আরো মৃতদেহ সাগরে ভাসছে।
কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার
মো. দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার ভোর রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া
ইউনিয়নের হলবনিয়া পাড়া এলাকার উপকূলবর্তী গভীর সাগরে একটি ট্রলার ডুবির এ ঘটনা
ঘটেছে। এ ঘটনায় মোট ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে ৮ জন নারী সহ ৪১ জন রোহিঙ্গা এবং অপর ৪ জন বাংলাদেশী।
কোস্টগার্ডের এ কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার হওয়া লোকজনের দাবি, উপকূল থেকে
প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে ট্রলারটি ডুবে যায়। এতে অনন্ত শতাধিক মালয়েশিয়াগামি ছিল। অন্যদের সলিল সমাধি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধার হওয়াদের মধ্যে কয়েকজনের সাথে আলাপকালে তারা জানিয়েছেন, বিভিন্ন
অংকের টাকা পরিশোধ করে, অনেকেই মালয়েশিয়ায় পৌঁছে টাকা দেয়ার শর্তে
মালয়েশিয়ায় যাত্রা দিয়েছিলেন তারা। কিন্তু ট্রলারে অতিরিক্ত সংখ্যক মানুষ তুলে মাঝ সাগরে অপেক্ষামান জাহাজে নিয়ে যাওয়ার সময় ট্রলার ডুবি যায়। এতে যারা সাঁতার কেটে কূলে আসতে পেরেছেন তারা এসেছেন। অন্যরা নিখোঁজ।
তাদের দেয়া তথ্য মতে, দালাল চক্র শতাধিক নারী-পুরুষকে উখিয়ার কুতুপালং, লম্বাশিয়া, বালুখালী, মধুরছড়া ক্যাম্প থেকে গাড়িতে তুলে নিয়ে আসে টেকনাফের বাহারছড়া গ্রামে। সেখান থেকে তাদের ওই নড়েবড়ে ট্রলারে তুলে দেয়া হয়।
উল্লেখ্য, রোহিঙ্গাদের সাথ অসংখ্য বাংলাদেশী যুবকদের সাগর পথে মালয়েশিয়া পাচার কিছুদিন বন্ধ থাকলেও সাম্প্রতিক সময়ে আবার শুরু হয়েছে। যে দালাল চক্রটি এই অপকর্ম করে হাজার হাজার নারী পুরুষ পানিতে ডুবিয়ে মেরে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা এতদিন ধরাছুঁয়ার বাইরে ছিল। এখন সুযোগ বুঝে আবার সক্রিয় হয়ে উঠেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।