Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীতের সবজির সরবরাহে বাজারে স্বস্তি

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমে যাওয়ায় খুশি ক্রেতা। আর তাই ক্রেতা সাধারণ পাচ্ছেন তাদের কাক্সিক্ষত দামে বাহারি সব পুষ্টি চাহিদা মেটানোর সবজি। নিত্যদিনের তরি-তরকারি স্বল্পমূলে বাজারে পেয়ে সাধারণ ক্রেতাদের মুখে দেখা গেছে স্বস্তির প্রয়াস। সরেজমিন ঘুরে দেখা যায়, রূপগঞ্জের গাউছিয়া, ভুলতা বাজার, তাঁত বাজার, মুড়াপাড়ার কাঁচা বাজারে শীতকালীর আগাম সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তাই ক্রেতা সাধারণের নাগালের মধ্যেই রয়েছে এসব তরি-তরকারির দাম। এসব বাজারে নতুন আলুর দাম কেজি প্রতি ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এক কেজি বেগুনের দাম রাখা হচ্ছে ৩০ টাকা। আর শীতকালীন সবজি হিসেবে বিশেষ পরিচিত লাউ প্রতি পিস মাত্র ১০ টাকা থেকে ১৫ টাকা, সিম ৩৫ থেকে ৪০ টাকা কেজি, গাজর ৩০ থেকে ৪০ টাকা, ফুলকপি প্রতি পিস ১৫ থেকে ২০ টাকা, টমেটো ৪০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি, শালগম, মুলা ইত্যাদি সবজি বিক্রি হচ্ছে স্বস্তিদায়ক দামে। পাইকারি কাঁচামাল ব্যবসায়ী সূত্রে জানা যায়, শীতকালীন মৌসুমি সবজি বাজারে আসায় এসব সবজির দাম সাধারণের হাতের নাগালেই রয়েছে। অন্যদিকে প্রান্তিক কৃষকের আবাদ করা ফসল একসাথে বাজারে আসতে শুরু করায় তাদের ফসলের ন্যায্য দাম না পাবার আশঙ্কায় ভুগছেন কৃষক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ