বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহে টাকা জমা দিয়ে ৮ বছর ধরে তিতাস গ্যাসের সংযোগ পাচ্ছেন না প্রায় দেড় লাখ গ্রাহক। এ অবস্থায় আবাসিক সংযোগ চালুর দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্যাস প্রত্যাশী গ্রাহক ও গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদারী ঐক্য ফেডারেশন এবং সংশ্লিষ্ট শ্রমিকরা। এ সময় তারা বর্তমান সরকারের চলমান উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে তিতাস গ্যাসের আবাসিক সংযোগ চালুৃর দাবি জানান।
গতকাল সোমবার দুপুর ৩টায় ময়মনসিংহ নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। পরে প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন গ্যাস প্রত্যাশী ভুক্তভোগী শরীফ মাহফুজুল হক আপেল, সাইফুল ইসলাম দুদু, ওয়াহাব মাহমুদ রমজান, এমদাদুল হক, গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদারী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হাসেম পাটোয়ারী, সাধারণ সম্পাদক একেএম অলিউল্লাহ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, ময়মনসিংহ আঞ্চলিক কমিটির জাহাঙ্গীর আকন্দ, রমজান আলী খন্দকার প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, ৮ বছর ধরে দেড় লাখ গ্রাহক আবাসিক গ্যাস সংযোগের জন্য লাখ লাখ টাকা জামানত দিয়ে রেখেছে। কিন্তু দীর্ঘ আট বছরেও এই সংযোগ চালু না হওয়ায় কোটি কোটি টাকা ব্যয় করে ভবনে গ্যাস না থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন ভবন মালিকরা। সেই সাথে গ্যাস সংযোগ বন্ধ থাকায় গ্যাস সেক্টরের হাজার হাজার শ্রমিক ও ঠিকাদারী কর্মহীন হয়ে অসহায় মানবেতর দিনযাপন করছেন। এ সময় আবুল হাসেম পাটোয়ারী বলেন, দীর্ঘ ৮ বছর ধরে গ্যাসের আবাসিক সংযোগ বন্ধ থাকায় গ্রাহকদের জামানতের কোটি কোটি টাকা সরকারি কোষাগারে জমা থাকা স্বত্ত্বেও তারা গ্যাস পাচ্ছে না।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, দেশের বোতলজাত গ্যাস কোম্পানি নিজেদের ব্যবসার স্বার্থে একটি অসাধু চক্রের মাধ্যমে সরকারকে ভুল বুঝিয়ে আবাসিক গ্যাসের সংযোগ বন্ধ রেখেছে। কিন্তু গ্যাস সংযোগ বন্ধ থাকার কারণে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ হচ্ছে। এ অবস্থায় সরকারের চলমান উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখার জন্য এবং কর্মহীনদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে অবিলম্বে আবাসিক গ্যাস সংযোগ চালুর কোন বিকল্প নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।