Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবীণ আলেম প্রিন্সিপাল মাও. ওবায়েদ উল্লাহর ইন্তেকাল

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২২, ১২:০৩ এএম

ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন পাঠাননগরস্থ দাইয়াবিবি আজিম উদ্দিন আহমেদ আলিম মাদরাসার সাবেক প্রিন্সিপাল ও প্রবীন আলেম মাওলানা ওবায়েদ উল্লাহ গতকাল সোমবার বিকেল সাড়ে ৩ টায় বাধ্যর্কজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে যান। গতকাল সোমবার রাত ১০টায় হরিপুর বাংলা বাজার ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হয়। উল্লেখ্য, দাইয়াবিবি আজিম উদ্দিন আহমেদ আলিম মাদরাসার প্রিন্সিপাল হিসেবে তিনি দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা শেষে ২০০৬ সালে অবসরে যান। মরহুমের আত্মার মাগফিরাতের জন্য সবার নিকট দোয়া চেয়েছেন তার বড় ছেলে কাজী হোসাইন আহমেদ। তাঁর মৃত্যুতে ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার, এনসিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জালাল উদ্দীন চৌধুরী পাপ্পু, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদ খোন্দকার, ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ