Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নয়নের কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে

বজলুল হক হারুন এমপি

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২২, ১২:০৮ এএম

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বজলুল হক হারুন বলেছেন- প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দেশের উন্নয়ন করেছেন, বাংলাদেশ আজ বিশ্বের দরবারে একটি রোল মডেল, বিশ্বের দরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত।
তিনি গত রোববার সকালে রাজাপুর উপজেলা প্রশাশন কর্তৃক আয়োজিত উপজেলার কর্মরত সকল পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীকে সুসজ্জিত করেছেন, আজ পুলিশ মানুষের বন্ধু। এখন দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছেন, দেশের উন্নয়নের এসব কথা জনগনের কাছে পৌছে দিতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সঞ্চালনায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা ও ওসি পুলক চন্দ্র রায়সহ সকল দপ্তরের প্রধানগণ সরকারের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।
এর আগে সকাল ১০টায় উপজেলা মৎস অফিসের আয়োজনে এমপি রাজাপুর উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ