Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুবিতে ছাত্রলীগের অস্ত্র মহড়ার পর বন্ধ হল, স্থগিত পরীক্ষা

মেহেদী হাসান মুরাদ, কুবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তিকে কেন্দ্র দুই পক্ষের অনুসারীরা ক্যাম্পাসে শোডাউন ও অস্ত্রের মহড়া দেওয়ার পর উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সব আবাসিক হল বন্ধ করে সাধারণ শিক্ষার্থীদের হল থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া রুটিন অনুযায়ী পরীক্ষাগুলোও স্থগিত করা হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্তে বলা হয়, অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এবং সাধারণ ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ থাকবে। হলে অবস্থানকারী ছাত্রদের গতকাল সন্ধ্যা ৬টায় এবং ছাত্রীদের আজ সোমবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া আগামী ১০-১৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব পরিবহন ব্যতীত সকল ধরনের পরিবহন ক্যাম্পাসে প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ তৈরি করতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। পাশাপাশি এ ঘটনায় একটি তদন্ত কমিটিও করা। প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি বিলুপ্তি বিতর্ককে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। ফলে গত শনিবার বন্ধ ক্যাম্পাসে বাজি, ককটেল ও ফাঁকা গুলি করে শোডাউন করে ক্যাম্পাসের বহিরাগত ছাত্রলীগ গ্রুপ। পরে রামদা, হকস্টিক, রড ও লাঠি নিয়ে ধাওয়া দেয় হল ছাত্রলীগ। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক সঙ্কটময় পরিস্থিতি সৃষ্টি হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ