বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উপজেলার সান্তাহার ইউনিয়নের কাশিমালা গ্রামের উত্তরপাড়ার এক প্রভাবশালি পানি নিস্কাশনের জায়গা ভরাট করে ঘরবাড়ি নির্মাণ করায় ওই এলাকার ২৫টি পরিবার পানিবন্ধি হয়ে পড়েছে। তারা সন্তান ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে। এবিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ করেও ফল পাচ্ছেনা ভুক্তভোগিরা। তারা জানায়, উপজেলার সান্তাহার ইউনিয়নের কাশিমালা গ্রামের উত্তরপাড়ার প্রভাবশালি ব্যক্তি পানি নিস্কাশনের জায়গা না রেখে ঘরবাড়ি নির্মাণ এবং বাড়ির পাশে মাটি ভরাট করে পানি নিস্কাশনের পথ বন্ধ করে রাখায় এলকার মানুষ পানিবন্ধি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এতে মঙ্গল রহমান নান্টু,রুবেল,শহিদুল,শাজাহান আলী বেলী বেগম,নাজিম, তারেক, মুক্তার,আজাদসহ ২৫টি পরিবার পানি বন্ধি হয়ে পড়েছে। পানিবন্ধি পরিবারগুলো কয়েকদিন যাবৎ বাড়িঘর থেকে বের হতে পারছেনা। এমনকি রান্নাকরে খাওয়ার জায়গায় পানি জমে থাকায় রান্না করতে পারছেনা। পানি বন্ধি পরিবারগুলো জানান, স্থানীয় ইউপিতে অভিযোগ করার পরও কোন ফল পাওয়া যাচ্ছেনা। এব্যাপারে এলাকাবাসি উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন। এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি বলেন এবিষয়ে কেউ আমাকে বা পরিষদকে জানাননি।
বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।