বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে অপহৃত এক শিশুকে কক্সবাজারের চকরিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার) বিকেলে জান্নাতুল ফেরদৌস মাহি নামে দুই বছরের ওই শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মূলহোতা মো. সোহেলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, বায়েজিদ থানার বাংলা বাজার এলাকায় থাকেন মাহির মা-বাবা। বুধবার রাতে তাদের বাসায় সাবলেট হিসেবে থাকা সোহেল মাহিকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তিনি বলেন, মাহির বাবা রড মিস্ত্রি আর মা পোশাক শ্রমিক। তাদের সাথে এক মহিলা কয়েক মাস ধরে সাবলেট হিসেবে থাকতেন। দেড় মাস আগে ওই মহিলার স্বামী পরিচয়ে সোহেল ওই বাসায় উঠে তার পরিচয় দেন সুমন হিসেবে।
অভিযোগের উদ্ধৃতি দিয়ে মহসিন জানান, বুধবার বিকেলে মাহির বাবা আশিকের কাছ থেকে সোহেল তার ভাই বিকাশে টাকা পাঠাবে বলে সিম নিয়ে টাকা তোলার কথা বলে মাহিকে নিয়ে বাসা থেকে বের হয়। বাসায় ফিরতে দেরি হওয়ায় তারা বিভিন্নভাবে সোহেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পায়নি। রাত ১০টায় ওই নম্বর থেকে ফোন করে সোহেল মাহিকে ফেরত দেয়ার জন্য ৫০ হাজার দাবি করে।
ওসি মহসিন বলেন, অভিযোগ পেয়ে বায়েজিদ থানা পুলিশের একটি দল কক্সবাজারের চকরিয়া থেকে মাহিকে উদ্ধার করে ও মূল অপরহরণকারী সোহেলসহ দুইজনকে গ্রেফতার করে। উদ্ধার হওয়া শিশু মাহি ও গ্রেফতারকৃতদের রাতে চট্টগ্রাম নিয়ে আসা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।