Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় অবৈধ ট্রাক্টর-ট্রলি ও অটোরিকশা চলাচলের প্রতিবাদ

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক চালক দ্বারা অবৈধ ছয় চাকার ট্রাক্টর-ট্রলি অটোরিক্সাসহ সকল অবৈধ যানবাহন চলাচলের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা এগারোটায় সম্মিলিত নাগরিক অধিকার জোটের ব্যানারে পৌর শহরের শহীদ সুরেন্দমোহন সড়কের মনোহরী পট্রিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সভাপতি সৈয়দ রেজাউল করিম সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনঞ্জরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সাধারণ সম্পাদ গৌতম হাওলাদার, কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল, পৌর শাখার সভাপতি ডা: শহিদুল ইসলাম, সদস্য আবু তালেব ইভান, মো: মিঠু খান।
এ সময় গত ২৪ সেপ্টেম্বর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মুছুল্লিয়াবাদ এলাকায় ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছেলে জিহাদ, একদিন পর দিন দু’পা বিচ্ছন্ন হওয়া মা মুক্তা বেগম ও নানী মিনারা বেগম নিহতদের পরিবারেরর সদস্য ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ