Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পচন রোগে আতঙ্কে পান চাষিরা

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি থেকে | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

দিনাজপুর হিলিতে পানপাতার ভালো ফলন হয়েছে। তবে পানবরজে পচন রোগ নিয়ে আতঙ্কে রয়েছেন পানচাষিরা। পানচাষিদের অভিযোগ ওষুধ প্রয়োগ করেও কোন কাজ হচ্ছে না। তবে কৃষি বিভাগ বলছে, পচনসহ বিভিন্ন রোগ প্রতিরোধে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা।
উপজেলার ঘাসুরিয়া ও মাধবপাড়া গ্রাম দুটি পলি (বালু) এলাকায় হওয়ায় অন্য ফসলের চেয়ে পান পাতার বরজ লাভজনক। তাই ওই দুটি গ্রামে গড়ে উঠেছে দেড় শতাধিক পানবরজ। ওই এলাকার চাষিরা পানবরজের প্রতি আগ্রহী। জমিও পানপাতা চাষের উপযোগী।
মাধবপাড়া গ্রামের পানবরজ মালিক মোস্তাফিজুর রহমান জানান, চলতি বছর ফলন ভালো হওয়ার পাশাপাশি দামও ভালো পাচ্ছেনা পান চাষিরা। তবে কিছুদিন থেকে পানবরজে পচন রোগ দেখা দিয়েছে। পচন রোগটা ছোঁয়াছে রোগের মতো। যে বরজে দেখা দিচ্ছে, কয়েকদিনের মধ্যেই ছড়িয়ে পড়ছে গোটা বরজে। এই রোগ প্রতিরোধ করা না গেলে ব্যাপক ক্ষতির সম্মুখিন হতে হবে পানচাষিদের।
ঘাসুরিয়া গ্রামের পানবরজ মালিক নজরুল ইসলাম জানান, এবার বৃষ্টিপাত তুলনামূলক কম হওয়ার কারণে পানের ফলন ভালো হয়েছে। তবে আতঙ্কে রয়েছে পচন রোগ নিয়ে। ইতিমধ্যেই অনেক বরজেই পচন রোগ দেখা দিয়েছে। পচন ধরেছে পানপাতায়। পানবরজে ওষুধ প্রয়োগ করেও কোন কাজ হচ্ছে না। এ নিয়ে দুশ্চিন্তার ভাজ পড়েছে পানচাষিদের কাপলে।
হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছা: আরেজনা বেগম বলেন, হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের ঘাসুরিয়া ও মাধবপাড়া এলাকায় ৪০ হেক্টর জমিতে ১৫৬ টি পানের বরজ রয়েছে। সম্প্রতি কিছু পান বরজে পচন রোগ দেখা দিয়েছে। পান বরজগুলোতে পচন রোগ প্রতিরোধে ছত্রাক নাশক অটোস্কীন, ম্যালছার, অক্সিক্লোবাইট ওষুধ স্প্রে করার পরামর্শ দেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ