Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সব ধর্মের মানুষ সুষ্ঠু-সুন্দরভাবে নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন

রাজাপুরে বজলুল হক হারুন এমপি

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

সনাতন ধর্মালম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে নিজ নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের মাঝে চার দিনের সফরে এসেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বজলুল হক হারুন। সফরের প্রথমদিন গত শনিবার রাতে রাজাপুর-কাঠালিয়া দুই উপজেলার দলীয় নেতাকর্মী, সুধীজন, হিন্দু ধর্মালম্বীদের গণ্যমান্য ও ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি নিজবাড়িতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন বজলুল হক হারুন এমপি।
এ সময় বজলুল হক হারুন এমপি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে দুর্গোৎসব পালিত হবে এটাই আমাদের কাম্য। যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ পূজামন্ডপে ঘুরতে আসাটা বাঙালির ঐতিহ্য। আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রতিটি মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সতর্ক প্রহরীর ভূমিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে সকল ধর্মের মানুষ নিজেদের ধর্মীয় উৎসব সুষ্ঠু-সুন্দরভাবে পালন করতে পারে।
মতবিনিময় সভা শেষে এমপি বজলুল হক হারুনের পক্ষ থেকে রাজাপুর-কাঠালিয়া দুই উপজেলার সকল পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। সকল পূজা মন্ডপ কমিটির হাতে এমপি হারুন পৃথকভাবে অনুদানের অর্থ তুলে দেন।
এ সময় জেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, জেলা আ.লীগের সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি ও ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, সদস্য সচীব নিত্যান্দনাথ সাহা এবং হিন্দু-বৈদ্য-খৃস্টান ঐক্য পরিষদের নেতাকর্মী এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ