Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ময়মনসিংহের ফুলপুরে পারবারিক বিষয় নিয়ে স্বামীর নির্যাতনের শিকার হয়ে দুই সন্তানের জননী ফারজানার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মারুয়াকান্দি গ্রামে স্বামীর বাড়িতে নির্যাতনের ঘটনাটি ঘটেছে। গতকাল সকাল ১১টায় ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আকরাম হোসেন কে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের সখল্যা গ্রামের ফরিদ আহমেদের কন্যা ফারজানার সাথে ৮/৯ বছর পূর্বে মারুয়াকান্দি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আকরাম হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। গত বৃহস্পতিবার পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়ার একপর্যায়ে স্বামী আকরাম তার স্ত্রী ফারজানাকে মারপিট করে। এতে সাথে সাথে ফারজানা অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে বাবা ফরিদ আহমেদকে খবর দিলে তিনি শুক্রবার সকাল গিয়ে মেয়ে ফারজানাকে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ১০টার দিকে ফারজানা মারা যায়। তার লাশ নিয়ে বাড়িতে চলে আসে পরিবারের লোকজন। বাড়িতে আসার পর মৃত ফারজানার ছেলে সাফায়েত ও শাহাদত তার বাবা কর্তৃক তার মাকে মারপিটের কথা বলে। সংবাদ পেয়ে ফুলপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বিট অফিসারসহ মৃতের বাবার বাড়ী উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করেন। সুরতহার প্রস্তুতের সময় মৃতের মাথার উপরিভাগে কয়েকটি জায়গায় ও বাম চোয়ালে ফুলা জখম পরিলক্ষিত হয় বলে জানান ওসি। সেই সাথে পুলিশ স্বামীকে গ্রেফতারে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামী আকরাম পালানোর চেষ্টা কালে পুলিশ তাকে আটক করে। ফুলপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান করে স্বামী আকরাম হোসেনকে আটক করি। পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। থানা এলাকার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ