বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলার বোরহানউদ্দিনে ইসলামী যুব আন্দোলনের তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে বোরহানউদ্দিন উপজেলার আব্দুল জব্বার কলেজ অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন বোরহানউদ্দিন উপজেলা শাখার আয়োজনে সম্মেলনে ইসলামী যুব আন্দোলন বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি এইচ এম মোতাহর হোসেন মিয়াজির সভাপতিত্বে ও শাখা সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্যাহের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল আমিন।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মো. মিজানুর রহমান, প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মো. ইব্রাহিম আরিফ, এছাড়াও বক্তব্য রাখেন জেলা ও উপজেলা ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, আওয়ামী দুঃশাসনে দেশের মানুষ আজ অতিষ্ঠ। সরকার দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে আজ ব্যর্থ হয়েছে। তারা নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিরোধী দলমত দমনে উঠে পরে লেগেছে। তাই আওয়ামী দুঃশাসন থেকে জাতিকে রক্ষা করতে তিনি যুব সমাজকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বক্তারা।
এদিকে গত ৩০ সেপ্টেম্বর, গত শুক্রবার সকালে ইসলামী যুব আন্দোলন দৌলতখান থানা শাখা কর্তৃক আয়োজিত তৃনমূল সম্মেলনে মাওলানা এমদাদ উল্লাহ এর সভাপতিত্বে তৃনমূল সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সিনিয়র সহ- সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী বলেন, দেশের কল্যানের লক্ষ্যে সাহস নিয়ে কথা বলার হিম্মত রাখতে হবে কারণ, আমরা মহানবীর আদর্শ বুকে নিয়ে সুস্থ রাজনীতি করি। উক্ত তৃণমূল সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর এর সহ-সভাপতি মাওলানা শোয়াইব আহমদ, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সদস্য মুফতি এমদাদুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সাবেক সভাপতি মাওলানা মো. হেলাল উদ্দিন বর্তমান সভাপতি এম কামরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন দৌলতখান থানা শাখার সহসভাপতি মাওলানা ইকবাল সাংগঠনিক সম্পাদ হাফেজ রায়হান ছাত্র আন্দোলন দৌলত খান থানা সাধারণ সম্পাদক এইচ এম আফনানসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।