Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন জেলায় সড়কে নিহত ৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

দেশের তিন জেলায় দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। গত শুক্রবার দিবাগত রাত শনিবার বিভিন্ন সময়ে ঘটনাগুলো ঘটে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যের প্রতিবেদনে :

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইমতিয়াজ আপন নামে সোনালী ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে শহরের ভাদুঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমতিয়াজ আপন জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট গ্রামে বসবাস করতেন ও সোনালী ব্যাংক, ব্রাহ্মণবাড়িয়া টি.এ.রোড শাখার সিনিয়র ক্যাশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেন। নিহতের পিতা নিজাম উদ্দিন বলেন, ইমতিয়াজ আপন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে মহাসড়কে উঠার সময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে আপন মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু জানান, বিষয়টির তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফরিদপুর জেলা সংবাদাতা জানান, ফরিদপুরে মধুখালী উপজেলায় ট্রাক চাপায় আসলাম শেখ নামে বাসচালকের হেলপার নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মধুখালী পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আসলাম শেখ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামের মিজানুর শেখের ছেলে। স্থানীয় ও পুলিশের ভাষ্য মতে, চুয়াডাঙ্গা-ঢাকাগামী স্কাইলাইন পরিবহনের একটি বাস মধুখালী পৌর সদরের বাসস্ট্যান্ডে থামার আগেই চালকের সহকারি আসলাম শেখ লাফ দিয়ে নিচে নামতে যান। এ সময় তিনি সড়কের ওপরে পড়ে যান। পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পদ্মা (মুন্সিগঞ্জ) সংবাদদাতা জানান, বঙ্গবন্ধুএক্সপ্রেসওয়ের পৃথক ঘটনায় ২জন নিহত ও ১জন আহত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া ও শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আক্তার শেখ হামিম পরিবহনের মালিক ও নবাবগঞ্জ উপজেলার মোসলেম হাটি গ্রামের আব্দুল লতিফ শেখর ছেলে এবং ষোলঘর এলাকায় নিহত মোটরসাইকেল চালক ইমন নারায়ণগঞ্জের বাসিন্দা ও আহত মোটর আরোহী শাহিন ঢাকার বাসাবো এলাকার বাসিন্দা। হাসাড়া হাইওয়ে থানার এস আই জহুরুল জানান, নিহত আক্তার শেখ হামিম পরিবহনের দুটি গাড়ির মালিক। গাড়ির তেল শেষ হয়ে যাওয়ায় ঢাকামুখী সড়কে গাড়ি থামিয়ে হেলপারকে তেল নিতে পাম্পে পাঠায়। হেলপারের ফিরতে দেরি হওয়ায় সে মুঠোফোনে কথা বলতে বলতে রাস্তা পার হতে গেলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, এ বিষয়ে কোন অভিযোগ দেওয়া হয়নি পরিবারের পক্ষ থেকে তার জন্য লাশ পরিবারকে হস্তান্তর করে দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ