রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা দিয়ে সহপাঠীদের সাথে মাছ ধরতে গিয়ে মো. শহিদুল্লাহ (৩০) নামে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার শিলক ‘স’ মিল ভান্ডারী ফকিরঘাট এলাকায় ভাসমান অবস্থায় কর্ণফুলীর তীরে লাশ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন। শহিদুল্লাহ্ কোদালার সিকদারপাড়া গ্রামের মো. ফজল আহমেদের সন্তান। তিনি পেশায় একজন রাজমিস্ত্রীর। শহিদুল্লাহ্’র সহপাঠীরা জানান, গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তারা আটজন মিলে কর্ণফুলী নদীতে মাছ ধরতে যায়। নদীর মধ্যে অজ্ঞাতনামা সংঘবদ্ধ একটি দল তাদের ধাওয়া করে। একপর্যায়ে সকলে নদীতে লাফ দিয়ে তীরে ফিরলেও শহিদুল্লাহর খোঁজ পাওয়া যায়নি। গতকাল শনিবার সকালে নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পায় স্থানীয়রা।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই জসিম উদ্দিন বলেন, সকালে স্থানীয়রা শিলক ইউনিয়নের স’মিল ভান্ডারী ফকিরঘাট এলাকায় শহীদুল্লাহ্’র লাশ ভাসতে দেখলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।