Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চুনতি ১৯ দিন ব্যাপী সিরাত মাহফিল

লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে বিশ্বের অদ্বিতীয় ১৯ দিন ব্যাপী বায়ান্নতম সীরাত মাহফিল ৮ অক্টোবর ২০২২ শুরু হতে যাচ্ছে। গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় সীরাত মাহফিলের নিজস্ব কার্যালয় লোহাগাড়া কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুর রহমানের সঞ্চালনায় ও মাতোয়াল্লি কমিটির সভাপতি শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা শুরু হয় আলোচনায় অংশগ্রহণ করেন ইসমাইল মানিক, শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, শাহজাদা তৈয়বুল হক বেদার, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কাজি আরিফুল ইসলাম, মো. আব্দুল মান্নান প্রমুখ। আব্দুল মালেক ইবনে দিনার মুহাম্মদ নাজাত বলেন, এবারের মাহফিলের বাজেট তিন কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে উপ-কমিটি গঠন করে দেশের বিভিন্নস্থানে হাজারের অধিক মিটিং করা হয়েছে। ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরাতুন্নবী (সাঃ) পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত করে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন বলে জানানো হয়। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ। জানা যায়, ওলিকুল শিরোমনি নবী প্রেমিক আশেকে রাসুল মোজাদ্দেদে মাহাফিল সীরাতুন্নবী (সা.) প্রখ্যাত আলেমেদ্বীন হযরত শাহ মাওলানা হাফেজ আহমদ রহমাতুল্লাহ আলাইহি ইসলাম ধর্ম প্রচারের জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এ মাহফিল চালু করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ