রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপ্তাইয়ে জুয়া খেলাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাত করা ঘাতককে আটক করা হয়। গত শুক্রবার বিকেলে কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রধান ফটকের সামনে পূর্বশত্রæতা ও জুয়া খেলাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। নতুনবাজার সংলগ্ন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের অভ্যন্তরে শিল্পএলাকায় বসবাসরত নূর হোসেন প্রকাশ নুরুর ছেলে মো. রনি হোসেন (২০) নতুনবাজার বসবাসরত কেপিএম টিলার আবুল হোসেনর ছেলে মো. আবুল কালামকে (২২) ছুরিকাঘাত করে। রনির নিকট রাখা ছুরি দিয়ে আবুল কালামকে পেটে ও বুকে ৫টি আঘাত করা হয়। এতে উক্ত যুবক গুরুত্বর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে যায়। আহত যুবককে প্রথমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থা খারাপ দেখে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়। কাপ্তাই ফাঁড়ির পুলিশ উক্ত ঘাতক যুবকে আটক করে। কাপ্তাই ৪নং ইউপি মহিলা সদস্য সেলিনা পারভিন জানান, রনিকে কয়েকজন মিলে স্কুলের ভেতর আটকে রেখে মারধর করে। সে আত্মরক্ষার নেলকাটার দিয়ে আঘাত করেছে বলে উল্লেখ করে। কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান, জানতে পাড়লাম জুয়াখেলাকে কেন্দ্রকরে উক্ত ঘটনা ঘটছে।
এলাকার সচেতন লোকজন জানান, কাপ্তাইয়ের শিল্পএলাকা, জাকির হোসেন ‘স’ মিল এলাকা, নৌবাহিনী সড়ক, কাপ্তাই স্কুল আশপাশ, লগগেট, নতুনবাজার ও জেটিঘাট এলাকায় মাদকদ্রব্য ও জুয়ার সয়লাব। মাদকের সাথে যুবকরা জড়িয়ে একেরপর এক ঘটনা ঘটাচ্ছে। উক্ত ঘটনায় আহত আবুল কালামের বড় ভাই আল আমিন বাদি হয়ে মামলা করার প্রস্ততি নিচ্ছে বলে জানা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।