Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় ছাত্রলীগের হামলায় ২ যুবলীগ কর্মী আহত

প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : মধ্য শহরের খান বাহাদুর শপিং মলের সামনে একই দলের প্রতিপক্ষরা কুপিয়ে ও গুলি করে আহত করেছে যুবলীগের দুই কর্মীকে। আহতরা হলো, যুবলীগ কর্মী নিবির (২০) ও মিল্টন (২২)।
আহত নিবির সদর উপজেলার আরিফপুর মহল্লার সাইদুর রহমান খোকনের ছেলে এবং মিল্টন শহরের হাউজপাড়া মহল্লার আবুল হাশেমে ছেলে।আজ বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
পাবনা পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন জানান, পূর্ব শত্রুতার জের ধরে শহরের ছাত্রলীগ কর্মী সজিব, সাঈদ ও বাপ্পীসহ ৭/৮ জনের একদল যুবক সশস্ত্র অবস্থায় খান বাহাদুর শপিং মলের সামনে নিবিরকে লক্ষ্য করে গুলি করে। এসময় রাস্তার উপর নিবির পড়ে গেলে চাইনিজ কুড়াল দিয়ে তাকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়।
তার সঙ্গী মিল্টনকে মারধর করে আহত করেছে হামলাকারীরা। স্থানীয়রা গুরুত্বর অবস্থায় নিবির ও মিল্টনকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে রাজশাহী হাসপাতালে পাঠানোর হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে মার্কেটের দোকানপাট মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যায়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, ঘটনাটি শোনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ