প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুবলি ও শাকিব খান তাদের ছেলে সন্তান নিয়ে ফেসবুকে হাজির হয়েছেন। তাদের ছেলেন নাম শেহজাদ খান বীর। গতকাল দুইজনই তাদের ফেসবুকে ছেলেসহ তাদের সন্তানের ছবি দিয়ে পোস্ট করেছেন। বুবলি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’ এদিকে, গতকাল ছেলেসহ বুবলির এক সংবাদ সম্মেলন করার কথা ছিল। শেষ মুহূর্তে তা বাতিল করেন। জানা যায়, শাকিব চাচ্ছিলেন না সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হোক। এ কারণে তার অনাগ্রহেই বুবলি সংবাদ সম্মেলন বাতিল করেন। অন্যদিকে, গতকাল সন্তানসহ বুবলির শাকিবের বাসায় উঠার কথা। উল্লেখ্য, বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জুইশ মেডিক্যাল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।