Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪ বছরে চ্যানেল আই

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

দেশের প্রথম বেসরকারি ডিজিটাল টিভি চ্যানেল ‘চ্যানেল আই’ আজ ২৪ বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচারের আয়োজন করা হয়েছে। সকাল ১১:০৫ মিনিট থেকে দিনব্যাপী প্রচার হবে আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চুর পরিচালনায় চ্যানেল আই চেতনা চত্বর থেকে উৎসব উদযাপনের নানা আয়োজন নিয়ে সরাসরি অনুষ্ঠান ‘চ্যানেল আই ২৪ এবার আসছে ২৫’। দুপুর ২:৪০ মিনিটে প্রচার হবে ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পুনর্জন্ম-২’। সন্ধ্যা ৬টায় অপু মাহফুজের পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘বিশ^জুড়ে চ্যানেল আই’। সন্ধ্যা ৬:৩০ মিনিটে প্রচার হবে মাশরুর শাকিলের পরিচালনায় বার্তা বিভাগের বিশেষ অনুষ্ঠান ‘টেলিভিশন মিডিয়ার বিবর্তন : বোকাবাক্স থেকে মুঠোফোন’। রাত ৭:৩০ মিনিটে দেখানো হবে ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘পুনর্জন্ম-৩’। রাত ১০টায় প্রচার হবে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘হৃদয়ে মাটি ও মানুষ’র বিশেষ পর্ব। রাত ১১:৩০ মিনিটে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় প্রকৃতি ও জীবন-এর বিশেষ আয়োজন ‘অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্যা ওয়ার্ল্ড’। এবারে থাকছে গুজরাটের লিটল র‌্যান অফ কাচ ও দুবাই-এর আল মারমুম ডেজার্ট কনজারভেশন রিজার্ভ এর জীববৈচিত্র ও পরিবেশ নিয়ে বিশেষ পর্ব। ২ অক্টোবর দুপুর ২:৩০ মিনিটে প্রচার হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘স¤্রাট’। অভিনয়ে শাকিব খান ও অপু বিশ^াস। রাত ১০টায় দেখানো হবে ২৫ বছরের সূচনায় রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘দোসর যে জন’। পরিচালনায় সোহেল রানা বিদ্যুৎ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ