Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

আন্ত:ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল গত বৃহস্পতিবার শেষ হয়েছে। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর বিতার্কিকদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের কমান্ডেন্ট মেজর জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা। ছায়া সংসদের আদলে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত লগএরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবু নূর মোঃ শরিফুল আলম, ঢাকা ক্যান্ট. গার্লস পাবলিক স্কুল ও কলেজের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল তামজিদুল হক চৌধুরী, বিআইএসসি-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জিয়াউল আজিম, সেনাসদর শিক্ষা পরিদপ্তর-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউল ইসলাম প্রমুখ। ‘যুক্তিই হোক মুক্তির সোপান’ এই ¯েøাগান নিয়ে ৮টি অঞ্চলের ৭০টি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সমাপনী প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল বিজয়ী হয়। স্কুল পর্যায়ের প্রতিযোগিতার বিষয় ছিল ‘বৈদেশিক সাহায্য নির্ভরতা নয়, বরং স্বনির্ভরতা ও দেশপ্রেমই উন্নয়নের মূল সোপন’। কলেজ পর্যায়ে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজকে পরাজিত করে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বিজয়ী হয়। কলেজ পর্যায়ের প্রতিযোগিতার বিষয় ছিল ‘মানসম্মত গবেষণাই পারে এদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জৌলুস বিশ্বে ছড়িয়ে দিতে’। এছাড়াও ইংরেজী বিতর্ক প্রতিযোগিতায় স্কুল শাখায় চ্যাম্পিয়ন হয় কুমিল্লার ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এবং রানার আপ হয় রংপুরের দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ। কলেজ শাখায় যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানারআপ হয় চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ ও ঢাকার শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সরকার মো. গিয়াস উদ্দিন। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন রানারআপসহ বিজয়ী দলসমূহের মধ্যে ট্রফি ও ক্রেস্ট প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ