Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাঁঠালিয়ার অগ্নিকাÐে সাত দোকান ভস্মীভ‚ত

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

ঝালকাঠির কাঁঠালিয়ার আমুয়া বন্দরের বাজারে শুক্রবার ভোররাতে অগ্নিকাÐে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, বাজারের সিদ্দিকের রুটির দোকানের চুলা থেকে প্রথমে আগুন লাগে। মুহ‚র্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের রসুল হাওলাদার স্টোর, ফোরকানের সু স্টোর, সিদ্দিকের মুদি দোকান, আফজালের মুদি দোকান, শামসুল হকের হোটেল, সাবুর ফিটের দোকানে। আগুনে মালামালসহ দোকানগুলো পুড়ে যায়। আগুনের খবর পেয়ে কাঁঠালিয়া ও বামনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে দুইঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে রক্ষা পায় বাজারের শতাধিক দোকান। এতে অর্ধকোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

আমুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকির হোসেন গোলদার বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে সাতটি দোকান। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা সহায়তার আশ^াস দিয়েছেন।

কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শহীদুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের দুইঘণ্টা সময় লেগেছে। আগুন নেভানোর ফলে রক্ষা পেয়েছে বাজারের শতাধিক দোকান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ