Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেড়মাসেও খোঁজ মেলেনি দুই মাদরাসা শিক্ষার্থীর

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের দেড়মাস পার হলেও এখনো সন্ধান মিলেনি দুই মাদরাসা শিক্ষার্থীর। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থানায় সাধারণ ডায়রি করা হয়। এ অবস্থায় দুটি পরিবারের দিন কাটছে উদ্বেগ-উৎকণ্ঠায়। জানা যায়, উপজেলার সোহাগী ইউনিয়নের ছোট তারাকান্দি গ্রামের দুলাল মিয়ার ছেলে স্থানীয় ইসলামপুর মাদরাসার ছাত্র তামিম মিয়া (১৪) গত ১৫ আগস্ট মাদরাসা থেকে বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুজির পর ছেলেকে না পেয়ে গত ২১ সেপ্টেম্বর থানায় সাধারণ ডায়রি করেন। এ অবস্থায় নিখোঁজের দেড়মাস পার হলেও তামিমের সন্ধ্যান না পাওয়ায় উৎকণ্ঠায় দিন খাটছে তার পরিবারের। নিখোঁজ তামিমের মা খালেদা বেগমকে ছেলের কথা জিজ্ঞেস করতেই হাউমাউ করে কেঁদে ওঠেন, এসময় এক আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়। কেঁদে কেঁদে বলতে থাকেন তার সন্তান তামিমকে দীর্ঘ ৪৫ দিন ধরে এক নজর দেখতে না পারায় বুকের ভেতরটা যেন শুকিয়ে গেছে। রাতে ঘুম হয় না। রাতে কেউ দরজায় নক করলে তামিম এসেছে ভেবে দৌড়ে যান তিনি। তারপর সাংবাদিকদের বলতে থাকেন আপনারা আমার ছেলেকে ফিরিয়ে দেন। আপনাদের কাছে আমার অনুরোধ আমার ছেলের একটু খোঁজ দেন। অপর দিকে উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের উমর ফারুকের মাদরাসা পড়ুয়া ছেলে রিসান মিয়া (১৩) গত ২১ আগস্ট সকালে নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। প্রাইভেট থেকে সময় মতো বাড়িতে না আসায় পরিবারের লোকজন রিসানকে বিভিন্ন স্থানে খোঁজ করে। দু’দিন খোঁজার পর ছেলেকে না পেয়ে গত ২৩ আগস্ট ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেন। নিখোঁজের ৪০ দিন পার হলেও তার সন্ধান মেলেনি এখনো। এতে উদ্বিগ্ন হয়ে পড়ছে রিসানের বাবা-মা। নিখোঁজ রিসানের বাবা উমর ফারুক জানান, আমার ছেলেকে না পেয়ে রাতে ঘুমাতে পারছি না। ছেলেকে সুস্থ্যবস্থায় ফিরে পেতে আমি আপনাদের সহযোগিতা চাই। ঈশ্বরগঞ্জ থানার ওসি পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, নিখোঁজ দুটি ছেলের সন্ধানে ছবিসহ দেশের সকল থানায় বার্তা পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ