রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুড়িগ্রামের চিলমারীতে কাঁচা রাস্তা পাঁকা করণের দাবিতে স্থানীয়রা ফেস্টুন হাতে মানববন্ধন করেছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা মিস্ত্রিপাড়া (২নং ওয়ার্ড) এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ফেস্টুন হাতে এলাকার প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে স্থানীয় বাসিন্দা দেলাবর রহমান, গোলাম মোস্তফা, লুৎফর রহমানসহ অনেকেই তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন থেকে রাস্তা বেহাল অবস্থায় থাকলেও কেউ কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। এখানে বাজেট আসলেও সামান্য কিছু কাজ করে বাকি টাকা খেয়ে ফেলে। এখন আমাদের দাবি দ্রæত সময়ে এই কাঁচা রাস্তা পাকা করতে হবে।
এদিকে স্থানীয়রা বলছেন, প্রায় ২০ বছর থেকে রাস্তার বেহাল দশা। এই এলাকায় ৫ থেকে ৬শ’ পরিবারের বসবার। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ১ থেকে দেড় হাজার লোক যাতায়াত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।