Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাইয়ের হাত বিচ্ছিন্ন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৪:২৪ পিএম

খুলনার কয়রায় বাগবিতন্ডার এক পর্যায়ে বড় ভাই সাহাদাৎ হোসেনের হাত কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে ছোট ভাই শাকিল হোসেন। আজ শুক্রবার সকালে কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেঘারাইট গ্রামে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে। স্থানীয়রা সাহাদাৎ হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। খবর পেয়ে কয়রা থানা পুলিশ ছোট ভাই শাকিলকে আটক করেছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম দোহা জানান, আজ সকালে মাছ বিক্রিকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাগবিতন্ডা হয় এবং এক পর্যায়ে ছোট ভাই ধারালো দা দিয়ে বড় ভাইয়ের হাতে কোপ দিলে বাম হাত কনুইয়ের নীচ থেকে বিচ্ছিন্ন হয়ে হয়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় ঘাতক শাকিলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ