Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে সাংবাদিক পরিচয় দিয়ে ধারাবাহিক প্রতারণা

নেছারাবাদ(পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ২:৪২ পিএম

নেছারাবাদে শেখর হালদার (৩৩) নামে কথিত এক সাংবাদিক বিভিন্ন জনকে চাকুরী দেয়ার কথা বলে প্রতারণা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সাংবাদিক গণপতিকাঠি গ্রামের সুকেশ মিস্ত্রীর পুত্র সাওনকে ঔষধ প্রশাসন অধিদপ্তরে চাকুরী দেয়ার কথা বলে দুই বছর আগে ৮লাখ টাকা নিয়ে আত্মসাত করেন। ২০২০ সনে সুকেশ মিস্ত্রীর থেকে নগদ ছাড়াও বিকাশ এবং রকেট এর মাধ্যমে ৮ লাখ টাকা নেয়ার পরে সাওনকে চাকুরী দেয়নি। টাকা ফেরত চাইলে সুরেশকে নানাভাবে ভয়ভীতি দেখায় বলে তিনি আভিযোগ করেন। এছাড়াও রোঙ্গাকাঠি গ্রামের কলেজ ছাত্রী শান্তনা হালদারকে তথ্য মন্ত্রনালয়ে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে আবেদন করতে বলেন এবং টাকা দাবী করেন। শান্তনার বাবা টাকা দিতে অস্বীকৃতি জানানোর পরে তার মেসেঞ্জারে প্রেমের প্রস্তাব দেন বলে অভিযোগ আছে। বিথী নামের এক ছাত্রীকেও চাকুরী দেয়ার প্রস্তাব দেয়। সাংবাদিক পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার পাশাপাশি দরিদ্র পরিবারের ছাত্রীদের প্রলুব্ধ করার চেষ্টা করে শেখর হালদার। ইতোমধ্যে তার বিরুদ্ধে দুইলাখ টাকা চাদা দাবীর অভিযোগে আদালতে মামলা করেছেন কুহুদাসকাঠি গ্রামের মুদি দোকানদার রফিকুল ইসলাম। গত ১৯ সেপ্টেম্বর দোকানদার রফিক বাদী হয়ে পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ওই মামলা দায়ের করেন। কথিত সাংবাদিক শেখর হালদার কুহুদাসকাঠি গ্রামের শুধাংসু হালদারের পুত্র।

জানাগেছে শেখর হালদার সমদেকাঠি,জলাবাড়ি,আটঘর কুড়িয়ানসহ উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেন।

এলাকাবাসীর অভিযোগ শেখর বিভিন্ন সরকারি কর্মকর্তার সাথে সম্পর্কের কথা বলে চাকুরী দেয়ার ক্ষমতা দেখান । সে সুবাধে ঝালকাঠির সীমান্তবর্তী গনপতিকাঠি গ্রামের সুকেশ মিস্ত্রীর পুত্র সাওনকে ঔষধ প্রশাসন অধিদপ্তরে চাকুরী দেয়ার কথা বলে দুই বছর আগে ৮লাখ টাকা নিয়ে প্রতারণা করছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শেখর বলেন, আমি যদি সুকেশ এর সাথে আমার অনেক সম্পর্ক। তার কাছ থেকে টাকা নিলে সেটা আমি বুজব। তাতে আপনার কি? এছাড়া অন্য অভিযোগের বিষয়ে জানতে তিনি বলেন, আমি কোথায় কি করছি সেটা আপনার দরকার কি? আমি যদি কারো সাথে কিছু করে থাকি সেটা নিয়ে আমি বুজব। এই বলে সে নানান অশালীন কথা বলে ফোন কেটে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ