Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

‘নিয়ম মাফিক জীবনযাপনের মাধ্যমে লিভার রোগ পরিহার করা সম্ভব’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১০:০০ পিএম

‘লিভার রোগ চিকিৎসার মাধ্যমে ভালো হয়। স্বাস্থ্যকর খাবার আর নিয়ম মাফিক জীবনযাপনের মাধ্যমে এই রোগ পরিহার করা সম্ভব।’ সিলেটে লিভার রোগের উপর স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক সভায় বক্তারা একথা বলেন।

আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর একটি হোটেলের কনফারেন্স হলে এ সভার আয়োজন করে জালালাবাদ লিভার ট্রাস্ট। এতে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিলো ভারতের নারায়ানা হেলথ্।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ানা হেলথ্-এর ডাইরেক্টর এন্ড ক্লিনিকাল লিড, হেড অভ লিভার ট্রান্সপ্লান্ট ডা. সানজায় কে গোজা। এসময় তিনি লিভার রোগের বিভিন্ন লক্ষণ ও তার প্রতিকার সম্পর্কে দীর্ঘ আলোচনা ও স্বচিত্র উপস্থাপনা করেন।

অনুষ্ঠানের আয়োজক সংস্থা জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান প্রখ্যাত লিভার চিকিৎসক প্রফেসর ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, বাংলাদেশে লিভার রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। লিভার হজমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পিত্ত উৎপাদন করার জন্য দায়ী, যা চর্বি এবং কোলেস্টেরল ভেঙে দিতে সহায়তা করে।

তিনি বলেন, লিভার রোগ চিকিৎসার মাধ্যমে ভালো হয়। আমাদের স্বাস্থ্যকর খাবার আর নিয়ম মাফিক জীবনযাপনের মাধ্যমে এই রোগ পরিহার করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
সভায় সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ