Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনস্বীকৃত ‘পল্লীবন্ধু’ খ্যাতি মুছে ফেলার চেষ্টা সফল হবে না : অধ্যাপক ইকবাল হোসেন রাজু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪০ পিএম

কলমের খোঁচায় যারা জনস্বীকৃত পল্লীবন্ধু খ্যাতি মুছে ফেলার চেষ্টা করছেন, তাদের ঘৃণ্য উদ্দেশ্য সফল হবে না বলে মন্তব্য করেছেন সাবেক ছাত্র নেতা ও জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু। বুধবার ২৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর বাংলামোটরস্থ রূপায়ন টাওয়ারের রুফটপ "গ্রিন লাউঞ্জ" রেস্টুরেন্টে টেলিভিশনে কর্মরত জাপা বিট সাংবাদিকদের সম্মানে আয়োজিত ডিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় এরশাদ মুক্তি আন্দোলনের সাবেক এই অন্যতম ছাত্র নেতা বলেন, পল্লীবন্ধু এরশাদের হাতে গড়া দল জাতীয় পার্টি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। লাখ লাখ নেতাকর্মীর শ্রম ও রক্ত-ঘামের বিনিময় গড়া তোলা এই পার্টি, অর্থ উপার্জনের কারখানা নয় বলে হুশিয়ারি দেন দলের সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল রাজু।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টির দশম সম্মেলনের যুগ্ম আহবায়ক, সাবেক প্রেসিডিয়াম সদস্য ও হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ বলেন, বিভেদ নয়, বহিস্কৃত-অব্যাহতি প্রাপ্ত নতুন পুরাতন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি প্রতিষ্ঠার জন্যই পল্লীমাতা বেগম রওশন এরশাদ সম্মেলনের ডাক দিয়েছেন। তিনি বলেন, একজন রাজনীতিকের সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষু্ন্ন করে হুটহাট অগণতান্ত্রিক বিধি বিধান প্রয়োগ করা হচ্ছে যা কোনোভাবে সুস্থ গণতান্ত্রিকধারা সমর্থন করে না।

পল্লীবন্ধুকে মিডিয়াবান্ধব দাবি করে কাজী মামুন আরও বলেন, সাংবাদিকদের সঙ্গে এরশাদের সম্পর্ক ছিল সুগভীর। যা অনেকের কাছে ঈর্ষণীয়। এরশাদ সাংবাদিকদের কল্যাণে আবাসিক প্লটসহ নানা ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করে গেছেন। জাপার দশম জাতীয় সম্মেলন সফল করতে বিরোধী দলীয় নেতা ও দলের প্রধান পৃষ্ঠপোষকের তথ্য প্রবাহে গঠিত প্রেস উইংয়ের দায়িত্বশীল কাজী লুৎফুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রায় ২১ জন সাংবাদিক চা চক্র ও মতবিনিময়ে অংশ নেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোরের কাগজের চিফ রিপোর্টার খোন্দকার কাওছার হোসেন, দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি প্রতীক ইজাজ, জাপা নেতা নজরুল ইসলাম, ঢাকা মেইল ডটকমের তানভীর আহমেদ প্রমূখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ