প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কিছুদিন আগেই প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির সঙ্গে প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সম্পর্ক নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। তবে সেসব ভুলে এখন শুটিংয়ে মন দিয়েছেন সুস্মিতা সেন। সম্প্রতি পুনেতে একটি ওয়েব সিরিজের শুটিং করতে দেখা গেছে তাকে। শুটিং সেটে অভিনেত্রীর লুক দেখেই নতুন জল্পনা শুরু হয়েছে।
শোনা যাচ্ছে, সিরিজটিতে রূপান্তরিত লিঙ্গের গৌরী সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করছেন সুস্মিতা। গৌরীর জীবনের কাহিনিই ওয়েব সিরিজে ফুটিয়ে তোলা হবে। এরআগে গৌরীর কাহিনি এক বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল। এবার ওয়েব সিরিজে দেখা যেতে পারে, এমন খবরই শোনা যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পুনেতে গণেশ নামে জন্ম হয়েছিল গৌরী সাওয়ান্তের। বাবা ছিলেন কড়া পুলিশ সদস্য। অল্প বয়সেই মাকে হারান গৌরী। ঠাকুমা তাকে বড় করে তোলেন। ১৮ বছর বয়সে বাড়ি ছাড়েন গৌরী। তার কারণে বাবার কষ্ট হোক, তা চাননি বলেই ঘর ছাড়েন। বাড়ি ছাড়ার পর মুম্বাইয়ে চলে আসেন গৌরী। সেখানে স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ শুরু করেন। নানা সমাজসেবামূলক কাজ করেন গৌরী। যৌনকর্মী এবং লিঙ্গের ভিত্তিতে সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়ান তিনি। রূপান্তরিত, রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষরা যাতে শিশুদের দত্তক নেওয়ার অধিকার পান। সেই লড়াইয়ের অংশীদার হন তিনি। নিজে এক শিশুকন্যাকে দত্তক নেন।
এদিকে গত ১৪ সেপ্টেম্বর নতুন ওয়েব সিরিজের শুটিংয়ের কথা জানান সুস্মিতা। সে সময় মনে করা হয়েছিল, অভিনেত্রী হয়তো 'আরিয়া' সিরিজের নতুন সিজনের শুটিং শুরু করেছেন। কিন্তু শুটিংয়ের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে ভিন্ন লুকে দেখা গেছে সুস্মিতাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।