প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে চলতি বছরে মামলা জিতে স্বস্তিতেই ছিলেন হলিউড তারকা জনি ডেপ। সম্প্রতি আবার নতুন করে প্রেমেও পড়েছেন। জীবনে জড়িয়েছেন আইনজীবী বান্ধবী জোয়েল রিচকে। ঠিক সেই মুহূর্তে জনির বিরুদ্ধে আদালতে গেলেন তার কয়েকজন দেহরক্ষী ও কর্মী।
তাদের অভিযোগ, বেআইনি মাদক কিনে আনার জন্য জোরাজুরি করেন জনি। তাদের ঠিক মতো বেতন বা ওভারটাইম দেন না। উল্টো নিয়মিত দুর্ব্যবহার করা হয় তাদের সাথে।
আরেওলা এবং সাঞ্চেজ নামে দুই দেহরক্ষীর দাবি, কাজ করালেও তাদের ওভারটাইম দেননি জনি। এমনকি, খাটাখাটনির পর খাবারদাবার বা বিন্দুমাত্র বিশ্রামও মেলে না তাদের। ওই দুজনসহ কর্মীদের মধ্যে অনেকেই জনির বদমেজাজের সাক্ষী।
অথচ, জনি নাকি তার এক পাল দেহরক্ষীর জন্য বছরে প্রায় ১৪ কোটি টাকা খরচ করেন। ৪০ জন কর্মীর জন্য তাকে খসাতে হয় বছরে ২৮ কোটি টাকা। তা সত্ত্বেও জনির বিরুদ্ধে কর্মীদের একাংশের অভিযোগের অন্ত নেই।
জনিকে বিঁধে আরও গুরুতর অভিযোগ করেছেন তারা। দেহরক্ষীর দায়িত্ব পালন করা ছাড়াও তাদের নাকি ‘অন্য ধরনের কাজও’ করতে হয়। সাঞ্চেজদের দাবি, ‘যে সব গাড়িতে করে বেআইনি মাদক এবং শিশুদের নিয়ে আসতে হয়, সেগুলোকে চালানোর কাজও করতে হয় তাদের।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।