Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনে সিলেট মহানগর ছাত্রলীগ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৩:৫১ পিএম

মধ্যরাতে কেক কেটে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছে সিলেট মহানগর ছাত্রলীগ। মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ আয়োজন করে সিলেট মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। দুর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার অভিযানকে সাধুবাদ জানাই। বাংলাদেশ কে নিয়ে যদি কোন কুচক্র দেশে চক্রান্ত করে তবে সেটি শক্ত হাতে প্রতিহত করা হবে। দেশরতœ শেখ হাসিনা বেঁচে আছে বলেই তার কর্মে বাংলাদেশ আজ বিশ্বে এতো সম্মানিত। উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ সহ ২৭টি ওয়ার্ড ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী। এ সময় মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। ছাত্রলীগের নেতাকর্মীরা কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ