Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গভর্নিং বডির সভাপতির অপসারণ দাবি

বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ

বামনা (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০১ এএম

বরগুনার বামনা উপজেলা সদরের বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সৈয়দ বজলুল গাফফার যায়গাম আহসান সোহেল-এর বিরুদ্ধে কলেজের শিক্ষক-কর্মচারী লাঞ্ছনা ও স্বেছাচারিতার প্রতিবাদ ও তার অপসারণ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে কলেজ শিক্ষক সমিতি ও স্কুল-কলেজ শিক্ষক ঐক্য পরিষদ এর উদ্যোগে কলেজের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার কলেজ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।
মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালীন শিক্ষক নেতা সহকারি অধ্যাপক গৌতম চন্দ্র সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অভিভাবক মো. হালিম আকন, শিক্ষার্থী শায়লা শারমীন, সাজিয়া জাহান সেঁজুতি, অর্পিতা রানী ও মীম আক্তার, লাঞ্ছনার শিকার কলেজ অধ্যক্ষ মহসীন কবির, শিক্ষক নেতা মো. সামসুল আলম, সহকারী অধ্যাপক মমতাজ বেগম, হোসেন আলী, নিখিল রঞ্জন, হাবিবুর রহমান, মো. কামাল হোসেন, প্রভাষক হাফিজুর রহমান, মাইনুল ইসলাম, জাকির হোসেন গোলদার, কর্মচারী লিটন খান ও মিরাজ আকন প্রমুখ।
সমাবেশে বক্তারা কলেজ গভর্নিং বডির সভাপতি কর্তৃক শিক্ষক-কর্মচারী লাঞ্ছনা ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানিয়ে তার অপসারণ দাবি করেন।
প্রসঙ্গত, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সৈয়দ বজলুল গাফফার জায়গাম আহসান কলেজে সভাপতি নিযুক্ত হওয়ার পর থেকে স্বেচ্ছাচারিতা ও শিক্ষক-কর্মচারিদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। সম্প্রতি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহসীন কবিরকে সভাপতি ও তার ছেলে আরহাম আহসান মিলে কলেজ অফিস কক্ষে অসৌজন্যমূলক আচরণ ও লাঞ্ছিত করে কলেজ থেকে বের করে দেন। এছাড়া কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারি জালাল ও রিয়াজুলকে সভাপতির কক্ষে বসে মারধর করেন। এতে কলেজের শিক্ষক-কর্মচারিরা ক্ষুব্ধ হন। সভাপতির অপসারণ চেয়ে শিক্ষকরা স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিলে সভাপতি নানাভাবে শিক্ষকদের হয়রানি করেন। এতে ক্ষুব্ধ শিক্ষ-কর্মচারিরা সভাপতির দ্রæত অপসারণ দাবি জানিয়ে বিক্ষোভ করে আসছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ