রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুধবার গভীর রাতে একই শাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে স্বামী এবং স্ত্রী। নিহতরা হলো উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পাল পাড়ার মিঠুন চন্দ্র পাল (২২) ও তার স্ত্রী বিউটি চন্দ্র পাল (২০)। এলাকাবাসী সূত্রে জানা যায়, ১ বছর পূর্বে উপজেলার ইব্রাহিমপুর পাল পাড়ার নরেশ চন্দ্র পালের ছেলে মিঠুন চন্দ্র পালের জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের নয়হাটি গ্রামের রতন চন্দ্র পালের মেয়ে বিউটি চন্দ্র পালের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক অসচ্ছলতার কারণে প্রায়ই স্বামী স্ত্রীর ঝগড়া হতো। গত বুধবার সন্ধ্যায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী নিজেদের ঘরে ঘুমাতে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে পরিবারের অন্য সদস্যরা ঘুম থেকে উঠার জন্য অনেক ডাকাডাকি করে। কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় গ্রামের লোকজনকে খবর দেয়। গ্রামবাসী ঘরের দরজা ভেঙে স্বামী-স্ত্রীকে একটি শাড়িতে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।