Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় সিভিল সার্জনের ওরিয়েন্টেশন কর্মশালা

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ ও রাতকানা রোগের প্রাদুর্ভাব মাত্র এক শতাংশের নিচে কমিয়ে আনার লক্ষ্যকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড। এ ক্যাম্পেইনের আওতায় কুমিল্লায় প্রায় ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি নিয়েছে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়। আগামী ১০ ডিসেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুমিল্লার ১৬ উপজেলার ৫৭৬টি ওয়ার্ডে ৫ হাজার ২৭টি কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৯ লাখ ৫৯ হাজার ৫৪৮ জন সুস্থ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেনারেল হাসপাতালের প্রশিক্ষণ ভবনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনকে সামনে রেখে সাংবাদিকদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিয়ে একটি কুচক্রী মহল দেশের স্বাস্থ্য খাতের সুনাম নষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। মানুষের মাঝে আতঙ্ক ও বিভ্রান্ত সৃষ্টির খারাপ উদ্দেশ্যেই চক্রটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিয়ে গুজব ছড়াতে তৎপর থাকে। এ ধরনের গুজব উঠলে তাতে কেউ কান দেবেন না। কেননা ভিটামিন ‘এ’ ক্যাপসুলের কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ওরিয়েন্টেশন কর্মশালায় কুমিল্লা জেনারেল হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মোস্তাক আহমেদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ শাহাদাৎ হোসেন বক্তব্যে বলেন ভিটামিন ‘এ’ শিশুর দেহবৃদ্ধি ও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ