Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠি শহরে স্বর্ণের দোকানে সম্প্রতি ডাকাতির ঘটনায় পুলিশকে ডাকাতের তথ্য দেয়ার সন্দেহে গত বুধবার সন্ধ্যায় মঠবাড়িয়া চালিতাবুনিয়া গ্রামে স্লুইচ গেটের নিকট প্রতিপক্ষের লোকজনের হামলায় আপন তিন সহোদরসহ উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, দাউদখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামে ঝালকাঠি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত মঠবাড়িয়ার কিছু লোকের নাম পুলিশের কাছে দেয়ায় তারা তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। এ ঘটনার জের ধরে বুধবার সন্ধ্যায় স্থানীয় মিরুখালী বাজারসংলগ্ন চালিতাবুনিয়া গ্রামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে খোকন, রাসেল, মাহাবুব, শাহ আলমসহ ৮/১০ জনের একটি দল যুবলীগ নেতা শহিদুল ও তার ভাইদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় শহিদুল পালিয়ে যেতে সক্ষম হলেও তার আপন ভাই ফরিদ উদ্দিন চুন্নু, আলমগীর হোসেন, নাসির উদ্দিন বাচ্চু আহত হয়। এসময় অপরপক্ষের আলতাফ হোসেন খোকন, দুলাল হোসেন নামের দুই জন আহত হয়েছে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ