Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : রানীশংকৈল মহিলা ডিগ্রি কলেজকে জাতীয়করণের কার্যক্রম অবলম্বে বাস্তবায়নের দাবিতে কলেজের সামনে রানীশংকৈল-হরিপুর মহাসড়কে শিক্ষার্থী ও কলেজের কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয়রা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যাক্ষ মহাদেব বসাক, অধ্যাপক সিরাজুল ইসলাম, জুলফিকার আলী ভুট্টু, রবিউল ইসলাম, ও অফিস সহকারী মনিরা পারভিন। বক্তারা বলেন, সারাদেশে ৩০জুন ২০১৬ তারিখে  ১৯৯ টি কলেজকে সরকারী ভাবে জাতীয়করণ ঘোষণা দেওয়া হয়েছে। তার মধ্যে ১২৪ ক্রমিক নম্বারে ছিল রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজ। কিন্ত অজ্ঞাত কারনে জাতীয় করণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছেনা। অবিলম্বে জাতীয় করণের কার্যক্রম বাস্তবায়ন না করা হলে লাগাতার বিভিন্ন কর্মসূচী গ্রহণ করবে কলেজ কর্তৃপক্ষ। এ ব্যাপারে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মহিলা সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা বলেন, সরকারি ভাবে কলেজটিকে জাতীয়করণ ঘোষণা করা হয়েছে। তিনি আশাবাদী খুব শিগগিরই জাতীয়করণ বাস্তবায়নের ঘোষণা দিবেন সরকার। জেলা প্রশাসক আব্দুল আওয়াল’র সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,  আমি নতুন এ প্রসঙ্গে কিছুই বলতে পারবো না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ