Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দুই প্রতিষ্ঠানকে সোহানা সাবার লিগ্যাল নোটিশ, ক্ষতিপূরণ দাবি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৫:০০ পিএম

চার বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনেত্রী সোহানা সাবা শুরু করেন ‘তারকালয় আড্ডা উইথ সোহানা সাবা’। দেশের বিভিন্ন অঙ্গনের তারকাদের নিয়ে এই অনুষ্ঠানের ৪২ পর্ব তিনি তৈরি করেন। তা নিয়েই এবার আদালতের দ্বারস্থ হচ্ছেন এই অভিনেত্রী। সম্মতি ও লাইসেন্স ছাড়া অনলাইন এবং অফলাইনে বিভিন্ন চ্যানেলে কনটেন্ট সম্প্রচার করায় ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সোহানা সাবা। বিষয়টি নিয়ে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন এই অভিনেত্রী।

অভিনেত্রী সোহানা সাবা বলেন, ‘গত চার বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে ৪২টি পর্ব তৈরি করেছি। এগুলো তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী আমার অনুমতি ছাড়া ব্যবহার করে উচ্চ মুনাফা অর্জন করেছে। এটি দেশের আইন অনুযায়ী চুরিরও শামিল। কনটেন্টগুলো থেকে আয় করা টাকা তারা আমাকে বুঝিয়ে দেয়নি। এ বিষয়ে অবগত হলে তাদের কাছে যাওয়ার পরও তারা আমার কথা অগ্রাহ্য করে। তারা আমার পরিশ্রমের অবমূল্যায়ন করেছে।’

তিনি আরো বলেন, ‘আমি আমার আইনজীবীর মাধ্যমে তাদের নোটিশ দিয়েছি। ৭২ ঘণ্টা পেরোলেই আমি তাদের বিরুদ্ধে মামলা করব।’

জানা গেছে, মোবাইল ফোন কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড ও মেসার্স ইনসটিচ স্টুডিও কর্তৃপক্ষকে এ নোটিশ পাঠানো হয়েছে। সোহানা সাবার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মজিবুল কামাল জানান, গত ২৫ সেপ্টেম্বর এ নোটিশ পাঠান তিনি।

নোটিশে বলা হয়েছে, অভিনেত্রী সোহানা সাবা গত চার বছর আগে তারকালয় ‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামে একটি সেলেব্রিটি টকশো নির্মাণ শুরু করেন। যা এম/এস ইনসটিচ স্টুডিও এবং রবি আজিয়াটা লিমিটেড পরবর্তীতে আরও অনেক ডিজিটাল প্লাটফর্মে অনুমতি ছাড়া ব্যবহার করেছে। এতে জানা-অজানা অনেকেই আর্থিকভাবে লাভবান হয়েছে। তবে টকশোটি কপিরাইট করা এবং যার সার্টিফিকেটগুলোর নম্বর যথাক্রমে সিআরএস ২৭০৪৮, ২৭০৮৫, ২৭০৮৬, ২৭০৮৭ এবং ২৭০৮৮। এম/এস ইনসটিচ স্টুডিও এবং রবি আজিয়াটা লিমিটেড সোহানা সাবার কোনো সম্মতি ও লাইসেন্স ছাড়া অনুষ্ঠানগুলো অনলাইন ও অফলাইন বিভিন্ন চ্যানেলে সম্প্রচার করেছে। যা আইন অনুযায়ী কপিরাইট আইন ২০০০ এর (সংশোধিত ২০১০) এর ৭১ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে সোহানা সাবা অভিনীত সিনেমা ‘অসম্ভব’। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমাটি নির্মাণ করেছেন অভিনেত্রী অরুনা বিশ্বাস। এছাড়া সোহানা সাবা ইতোমধ্যেই শেষ করেছেন ‘মানিকের লাল কাঁকড়া’ নামে আরো একটি সিনেমার কাজ। এটি নির্মাণ করেছেন আফজাল হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ