Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে তিন মহিলাসহ আহত ৩০

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন দলীয় নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নিশানবাড়িয়া ইউনিয়নের কেয়ারের বাজারে একটি দোকান ও দলীয় কার্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষের মাঝে পড়ে স্থানীয় ৩ নারী ও কমিউনিটি পুলিশের ১০/১২জন সদস্যও আহত হয়েছেন। তারা বৃহস্পতিবার সকালে বাগেরহাটে কমিউনিটি পুলিশের সমাবেশে যোগদানের জন্য যাচ্ছিলেন। এসময় সংঘর্ষকারীরা আল্লারদান হোটেল, কথিত আ. লীগ অফিস ঘর তথা বিতর্কীত সেই দোকান ঘর  ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে সন্ন্যাসী ফাঁড়ির পুলিশের একটি দল লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ইউনিয়ন মটর শ্রমিক লীগ সভাপতি আসলাম তালুকদার, চালক লীগের সাধারণ সম্পাদক আলামীন জোমাদ্দার, ফরহাদ তালুকদার ও ওসমানগনিসহ ১০ জনকে মোরেলগঞ্জ ও ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপাতি বেল্লাল হোসাইন (২৬)-কে ভর্তি করা হয় পার্শ্ববর্তী শরণখোলা উপজেলা হাসপাতালে। মোরেলগঞ্জ হাসপাতাল থেকে আহত আলামীন, ফরহাদ, ওসমান গনি, মিজান, আসলাম, মহিদুল, মনির ও ছাত্রলীগ নেতা নাইম চাপরাশীকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়েছে। অপর আহতদের মধ্যে রয়েছেন, ওয়ার্ড আ.লীগ সভাপতি শাহাদত তালুকদার, ছত্তার তালুকদার, জেলা নৌযান শ্রমিক লীগ সাধারণ সম্পাদক রুহুল আমীন জোমাদ্দার, ওয়ার্ড যুবলীগ সভাপতি আলমগীর হাওলাদার, ওয়ার্ড মেম্বার রানী বেগম, রুবেল, তাতীলীগ ইউনিয়ন সভাপতি মনির তালুকদার, শ্রমিকলীগ নেতা জুয়েল তালুকদার, মোমেনা বেগম, নুরজাহান বেগম ও রহিম তালুকদার। থানার ওসি রাশেদুল আলম বলেন, এটা কোনো প্রকার রাজনৈতিক বিষয় নয়। একটি বিতর্কিত জমির উপরে থাকা দোকান ঘরের দখল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ