Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাকরি স্থায়ীকরণ না হলে লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : বড়পুকুরিয়া কয়লাখনি কর্মরত বাংলাদেশের শ্রমিকরা কর্মবিরতির ঘোষণা দিয়েছে। বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিক ইউনিয়ন কর্মচারী ইউনিয়নের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে খনির চত্বরের পুরাতন সড়কে এক শ্রমিক সমাবেশ ও সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে শ্রমিক নেতারা আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে শ্রমিক তাদের চাকরি স্থায়ীকরণ না হলে আগামী ১৪ ডিসেম্বর দুপুর দেড়টা হতে সারফেস ও আন্ডার গ্রাউন্ডে শ্রমিকরা স্ব-স্ব কর্মস্থান থেকে লাগাতার কর্মবিরতি পালন করবে। খনির কর্মরত এক্স.এম.সি/সি.এম.সি এবং বি.সি.এম.সি.এল (আউট সোর্সিং) এর অধীনে সকল বাংলাদেশী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ না হলে শ্রমিকরা দাবি আদায়ের জন্য বৃহত্তর আন্দোলনের পথ ছাড়া তাদের কোনো বিকল্প নেই বলে শ্রমিক নেতারা জানান। শ্রমিক সমাবেশে শ্রমিক সংগঠনের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক শ্রমিকদের উদ্দেশ্যে শ্রমিকদের স্বার্থসংরক্ষণের বিষয়ে বক্তব্য রাখেন। শ্রমিক সমাবেশ ও সাংবাদিক সম্মলনে বক্তব্য পাঠ করেন বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান। খনির কর্মরত শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন- শাহিন, জাকির হোসেন, এরশাদ, ওয়াজেদ আলী, রায়হেনুল ইসলাম, নূরুল ইসলাম, মোরছালিন, জিয়াউর রহমান প্রমুখ। উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়ন, গত ২৬/০৬/২০১১, ২১/০৮/২০১১, ২৮/০৭/২০১৬, ২০/১০/২০১৬ এবং গত ১৪/১১/২০১৬ তারিখ একখানা সহ সর্বমোট ৫টি স্মারকলিপি ব্যবস্থাপনা পরিচালক বড়পুকুরিয়া কয়লাখনি বরাবরে জমা দেয় এবং বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুলিপি প্রেরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ