Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দাফনের ৩ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৬, ৫:০৮ পিএম

গাজীপুর জেলা সংবাদদাতা : দাফনের তিন মাস পর গাজীপুরে সোহাগ (৩০) নামে এক যুবকের লাশ উত্তোলন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের বাহাদুরপুর এলাকার থেকে লাশটি উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সোহাগ বাহাদুরপুর এলাকার মুক্তিযোদ্ধা ওসমান গনির ছেলে।
জয়দেবপুর থানার এসআই আবু জাফর মোল্লা জানান, গত ২৯ আগস্ট ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে সোহাগের লাশ উদ্ধার করার পর ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। সে সময় পরিবারের ধারণা ছিল সোহাগ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। পরে পরিবারের লোকজন বিভিন্ন মাধ্যমে জানতে পারে সোহাগ সড়ক দুর্ঘটনায় মারা যায়নি। তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে পিটিয়ে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে রাখা হয়েছিল।
পরে সোহাগের বাবা ওসমান গনি বাদী হয়ে গাজীপুর আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে জয়দেবপুর থানায় মামলাটি রেকর্ড হয়। পরে আজ বৃহস্পতিবার লাশটি উত্তোলন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ