বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের সিংড়ার বামিহাল পুলিশ ফাঁড়ির অস্ত্র লুট মামলার আসামি আজিজুল ইসলাম (৬৮) অসুস্থ অবস্থায় মারা গেছেন।
গতরাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃত আজিজুল ইসলাম উপজেলার বামিহাল গ্রামের মোহলদী আকন্দের ছেলে।
নাটোরের জেল সুপার ফারুক আহমেদ জানান, আজিজুলকে আটকের পর গত ১৪ নভেম্বর কারাগারে পাঠানো হয়। এর পর থেকেই আজিজুল ইসলাম অসুস্থ ছিলেন। গতকাল রাতে সে আরো বেশী অসুস্থ হয়ে পড়লে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবুল কালাম আজাদ বলেন, আজিজুলকে হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৮ ডিসেম্বর একদল সন্ত্রাসীরা বামিহাল পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে চার আনসার সদস্যকে হত্যা, ১১ টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে প্রথমে ২৭ জনকে ও পরে আরো তিনজনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।