বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের লক্ষীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে মৃত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ ও পুরুষ বলে ধারণা করছে পুলিশ।
গতকাল সকালে দিকে স্থানীয় লোকজন পদ্মা নদীতে পানি আনতে গিয়ে অর্ধগলিত লাশ দেখতে পান। পরে স্থানীয়রা রাজবাড়ী সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌ-পুলিশকে খবর দেয়। পরে নৌ-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করে।
রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, পদ্মা নদীতে ভাসমান অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা খবর দেয়। আমরা ঘটনাস্থলে আসার পর নৌ-পুলিশকে খবর দেওয়া হয়। তারা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন এবং এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ তারাই গ্রহন করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।