Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহযোগী মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা জেলা সাংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৯ এএম

সহযোগী মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করার দাবি জানিয়ে সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে। গত রোববার দুপুর একটার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এটি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, বাংলাদেশ সহযোগী মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক শেখ জামিনুর রহমান সুমন। উপস্থিত ছিলেন জেলা কমিটির মনোনীত সাধারণ সম্পাদক শাহাজান আলী, দপ্তর সম্পাদক মোসলেম আলী, মহিলা সম্পাদিকা এডভোকেট নুরুন্নাহার, কালিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শ্যামনগর উপজেলার সভাপতি তাপস কুমার, সাধারণ সম্পাদক আজিবর রহমান, কলারোয়া উপজেলা সভাপতি আকবর আলী প্রমুখ। এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের অবদান অনেক। কিন্তু যুদ্ধের সময় তাদেরকে যারা সহযোগিতা করেছিলেন তাদেরও অবদান কম নয়। তাই, মুক্তিযোদ্ধাদের মতো সহযোগী মুক্তিযোদ্ধাদেরও সরকার তালিকাভুক্ত করে তাদেরকে মর্যাদা প্রদান বা সম্মানিত করা হোক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ