Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাগরপুরে স্ত্রীকে হত্যা করায় বড় ভাইকে হত্যা

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৬, ১০:৫৯ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলের নাগরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের স্ত্রী সাজু বেগমকে হত্যা করায় বড় ভাইকে পিটিয়ে হত্যা করেছে ছোট ভাই।
বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভারড়া ইউনিয়নের খাষশাহজানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, ওই গ্রামের হযরত আলী (৬০) ও সোলেমানের স্ত্রী সাজু বেগম (২৫)।
এলাকাবাসী জানায়, সন্ধ্যায় উপজেলার খাষশাহজানী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হযরত ও তার ছোট ভাই সোলেমানের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় সোলেমানের স্ত্রী সাজু বেগম তাদের থামাতে গেলে হযরত আলী তাকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে ক্ষিপ্ত হয়ে সোলেমান তার বড় ভাই হযরত আলীকে লাঠি দিয়ে আঘাত করলে হযরত আলীও ঘটনাস্থলেই মারা যান।



 

Show all comments
  • ৮ ডিসেম্বর, ২০১৬, ৩:০০ পিএম says : 0
    ami ay potri kaka onnak valobashi
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ