Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চরমোনাই পীর ৩ দিনের সফরে সিলেট আসছেন আজ

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মো: রেজাউল করীম পীর চরমোনাই তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার সিলেট আসছেন। সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ৮, ৯ ও ১০ ডিসেম্বর ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।
বৃহস্পতিবার বাদ আছর উদ্বোধনী বয়ানের মাধ্যমে ওয়াজ মাহফিলে কার্যক্রম শুরু হবে। মাহফিলের তিনদিন বাদ ফজর ও বাদ এশা বয়ান পেশ করবেন পীর সাহেব চরমোনাই। ৯ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে আলিয়া মাদরাসা মাঠ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হবে এবং বাদ এশা প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করবেন দারুল উলুম দেওবন্দ মাদরাসার মুহাদ্দিস মুফতি মুহাম্মদ আমীন পালনপুরী। ১০ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠের ভিআইপি লাউঞ্জে এক উলামা ও সুধীসমাবেশের আয়োজন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ