Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় পরিপাটি নগরীর স্বেচ্ছাসেবকদের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

কুষ্টিয়ার ভেড়ামারায় কিশোর সন্ত্রাসী গ্রুপ কর্তৃক সামাজিক সংগঠন পরিপাটি নগরীর সেচ্ছাসেবকদের ওপর হামলা ঘটনা ঘটেছে। পরিপাটি নগরীর উপদেষ্টা ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসলামকে আক্রমন করে তারা। উক্ত আক্রমন প্রতিহত করার সময় পরিপাটি নগরীর সদস্য সচিব ও ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী হাসান সনির হাত ভেঙ্গে যায় এবং পরিপাটি নগরীর স্বেচ্ছাসেবক সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবি আসামিদের লাঠির আঘাতে জখম হয়। সেই সময় বাজারের দোকানদার ও জনগণ ধাওয়া দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরিপাটি নগরীর স্বেচ্ছাসেবদের জনগণ উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে ভেড়ামারা মডেল থানায় উপস্থিত হয়ে পরিপাটি নগরীর উপদেষ্টা ও পৌর যুবলীগের যুগ্ম অহ্বায়ক আসাদুজ্জামান আসলাম বাদী হয়ে অভিযোগ দায়ের করলে ভেড়ামারা মডেল থানা অভিযোগটি গ্রহণ করে। আসামি মো. রতন, পিতা-মৃত হুরমুজ আলী, মো. হাসিব, পিতা- মো. রতন, সহ অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১২ জনকে এজাহারে আসামি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ