Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রার্থীতা প্রত্যাহার ৮, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ সদস্য নির্বাচিত

বগুড়া জেলা পরিষদ নির্বাচন

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বগুড়া জেলা পরিষদ নির্বাচনে ৬৩ জন মনোনয়ন জমা দিলেও বর্তমানে মাঠে রয়েছেন ৪৯ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২, সংরক্ষিত মহিলা আসনে ১৫ এবং বাকি ৩২জন সাধারণ সদস্য পদের প্রার্থী। এদিকে গতকাল রোববার মনোনয়ন পত্র প্রত্যাহারের দিনে ৮ প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এর মধ্যে একজন সংরক্ষিত মহিলা আসনে এবং সাধারণ সদস্য পদে ৭জন। এছাড়া একক প্রার্থী থাকায় ২ জন সাধারণ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন। গতকাল রোববার সন্ধ্যায় বগুড়া জেলা নির্বাচন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর চেয়ারম্যান পদে ২ জন ও সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্যসহ ৫৫ জনের মনোনয়ন বৈধ ও ছয় জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা নির্বাচন কার্যালয়।
বগুড়া জেলা নির্বাচন কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, আগামী ১৭ অক্টোবর বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী। তারা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মকবুল হোসেন এবং স্বতন্ত্রপ্রার্থী আব্দুল মান্নান আকন্দ। মান্নান আকন্দ বর্তমানে কারাগারে রয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে প্রার্থী ৩২ জন। এর মধ্যে ৪ নম্বর ওয়ার্ডে আবু সাঈদ ফকির ও ৫নং ওয়ার্ডে মনজু আরা বেগম একক প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন।
সহকারি রিটার্নিং কর্মকর্তা এ এস এম জাকির হোসেন জানান, বগুড়া জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম)। নির্বাচনে ভোটার সংখ্যা ১ হাজার ৬২৫। এর মধ্যে দু’জন মারা গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ