বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকায় সুপেয় পানির সঙ্কট নিরসনের দাবিতে খালি কলসি নিয়ে মিছিল করেছে স্থানীয়রা।
গতকাল বিকেলে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা গ্রামে গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় উপকূলীয় স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও সিডিও ইয়ুথ টিম আয়োজিত এই প্রতীকী মিছিলে সংহতি প্রকাশ করে স্থানীয় শত শত নারী-পুরুষ খালি কলসি নিয়ে অংশ নেন।
এসময় সমবেত নারী-পুরুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম।
এসময় তিনি বলেন, পানির রাজ্যে খাওয়ার পানি নেই। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়।
তিনি আরও বলেন, উপকূলবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। সেই সাথে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এর আগে একই দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।