বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি, পিএসসি বলেছেন, দূর্গা পূজার আগে প্রধানমন্ত্রী ঘোষিত সকল চা বাগানে চা শ্রমিকদের ১৭০টাকা মজুরি সহ বোনাস দেয়া হবে। ইতোমধ্যে চা বোর্ডের বাগান গুলোতে মজুরি ও অন্যান্য সুবিদা দেয়া শুরু হয়েছে।
গতকাল দুপুরে বাংলাদের চা গবেষণা ইনিন্টিটিউটের টি টেস্টিং হল রুমে বাংলাদেশ চা বোর্ডের টি টেস্টিং এণ্ড কোয়ালিটি কন্ট্রোল প্রশিক্ষণ কোর্সের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবারে এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে এখন চায়ের উৎপাদন ক্রমবর্ধমান পর্যায়ে রয়েছে। বর্তমানে দেশের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় আমাদের চায়ের উৎপাদন বেশি হচ্ছে। চা রপ্তানির পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। সে জন্য আমরা বিভিন্ন উদ্যেগ গ্রহণ করছি। চা রপ্তানির ক্ষেত্রে গুণগতমানের চা উৎপাদনের কোনো বিকল্প নেই। আমাদের টি প্লান্টার’সগণ টি টেস্টিং বিষয়টি ইনফরমালি শিখে থাকেন। এ বিষয়ে এটি একটি ফরমাল কোর্স। এই কোর্সে অংশগ্রহণকারীরা প্রাতিষ্ঠানিকভাবে টি টেস্টিং বিষয়ে দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন।
বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদের চা গাবেষণা ইনিন্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. ইসমাইল হোসেন, বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান এম শাহ আলম, চা সংসদ সিলেট অঞ্চলের চেয়ারম্যান ও ফিনলে ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার জি.এম শিবলি।
প্রশিক্ষণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত চা বাগান প্রতিনিধিগণ তাদের উৎপাদিত চা নিয়ে উপস্থিত ছিলেন এবং টেস্টিং এ অংশগ্রহণ করেন। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম ও বাংলাদেশ চা গবেষণা ইনিন্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইসমাইল হোসেন সহ অন্যন্যরা টি টেস্টিং এ অংশগ্রহণ করেন। ৫ দিনব্যাপি এ প্রশিক্ষণে মোট ৩৪জন বাগান প্রতিনিধি অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।