বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ব্যুরো : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, আমাদের যথেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসএসসি উত্তীর্ণ সবাই যদি কলেজে ভর্তি হয় তারপরও সাত লাখ আসন ফাঁকা থাকবে। তিনি আরো বলেন, আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের অভাব নেই। অভাব রয়েছে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের। তাই সবাই নামীদামি শিক্ষাপ্রতিষ্ঠানে ভিড় করে। এজন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অভিভাবকদের আস্থা অর্জন করতে হবে। তাহলে শিক্ষার্থীর অভাব হবে না। বুধবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বক্তৃতা করছিলেন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুস সাত্তারের সভাপতিত্বে অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাÐের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এবার বছরের প্রথম দিন আমরা ৩৬ কোটি বই বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেবো। বিশ্বের কোন দেশে এমন নজির নেই। বর্তমান সরকারের সময়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমরা এখন উদ্বৃত্ত খাদ্যের দেশ। অথচ একসময় এদেশের মানুষ তিন বেলা পেট ভরে খেতে পেত না। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্যসহ সব সেক্টরে প্রভূত উন্নয়নের কারণে বর্তমান বিশ্ব এখন স্বীকার করে ২০২১ সালে আমরা মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশের কাতারে দাঁড়াতে পারবো।
মন্ত্রী শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের গুরুত্ব তুলে ধরে বলেন, উচ্চ শিক্ষাস্তরে এ বিষয়টি এগিয়ে নিতে সেমিনারের বিশেষজ্ঞদের মতামত, পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেমিনারের অর্জিত জ্ঞান উচ্চ শিক্ষা প্রসারে প্রয়োগ করতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ই প্রথম শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চালু করেছে। এরপর আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় এই বিভাগ চালু করেছে। সার্বিক দিক থেকে নতুন প্রজন্মের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই বিশ্ববিদ্যালয় প্রথম স্থানে রয়েছে।
সেমিনারে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উচ্চ শিক্ষা মান উন্নয়ন প্রকল্প (হেকায়েপ) পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত, উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এসএম ওয়াহিদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেমিনার আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. নাসিম রেজা। সেমিনারের দেশ বিদেশের প্রায় ৩০০ ডেলিগেট অংশগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।